ম্যাকডোনাল্ডস: ছোট দোকান থেকে বিখ্যাত ব্র্যান্ড | Unknown History of McDonald's !

তখন চলছে গত শতাব্দীর বিশের দশক। প্রথম বিশ্বযুদ্ধ পরবর্তী ভয়াবহ মন্দার সময়ে নিউ হ্যাম্পশায়ারের দুই তরুণ সহোদর ঠিক করলেন, তারা হলিউডের সিনেমার প্রযোজক হবেন। তারা তখন ক্যালিফোর্নিয়ায় চলে গেলেন এবং একটি মুভি থিয়েটার আর হটডগের দোকান দিলেন। কিন্তু তাদের সেই ব্যবসা বেশিদিন চললো না।
থিয়েটার বন্ধ করে তারা ১৯৪০ সালে শুরু করলেন রেস্টুরেন্টের ব্যবসা। তারা তাদের বাবা প্যাট্রিক ম্যাকডোনাল্ডের ‘দ্য এয়ারডোম’ রেস্টুরেন্টকে মনরোভিয়া থেকে সান বারনারডিনোতে নিয়ে আসেন এবং নতুন নাম দেন ‘ম্যাকডোনাল্ডস’। আর এই ম্যাকডনাল্ডস দিয়েই অবশেষে সফলতার মুখ দেখলেন দুই ভাই। হ্যাঁ, এটিই আজকের ম্যাকডোনাল্ডস, যেটি বিশ্বব্যাপী ফাস্ট ফুড খাবারের ব্র্যান্ড হিসেবে সুপরিচিত। বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখুন।

Unknown History বাংলা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম।
আমাদের একমাত্র প্রচেষ্টা অবাক করা সত্যি ঘটনা এবং অনেক অনেক অজানা রহস্যময় ঘটনা আপনাদের সামনে তুলে ধরা যা আমাদের জ্ঞান বিস্তার করার সাথে সাথে আমাদের রোমাঞ্চিত করবে। প্রতিদিন আমাদের ভিডিওর আপডেট পেতে এখুনি আমাদের চ্যানেলটি সাবক্রাইব করুন https://goo.gl/hzSkx4

Click Here to Subscribe us : https://goo.gl/hzSkx4
Follow us on Facebook : https://goo.gl/EJZDw1

ধন্যবাদ।

মন্তব্যসমূহ