‘এরিয়া-৫১’রহস্যের চাদরে মোড়া যে অঞ্চল | The Real Story Behind the Myth of Area 51 !

২৬০০০ হাজার বর্গমাইল জুড়ে থাকা সামরিক বাহিনীর অপারেশন ঘাঁটিটি সম্পর্কে ২০১৩ সালের আগ পর্যন্ত না কারোর ছিলো ধারণা আবার ওই স্থান সম্পর্কে না ছিলো মানচিত্রে কোন সুনির্দিষ্ট চিহ্ন। এমন কি রাস্তার নকশাও করা ছিলো না যার কারণে গুগল ম্যাপেও ঠাঁই দিতে পারে নি গোপন সেই স্থানটিকে।  গোপনীয়তা রক্ষার্থে তৎকালীন যুক্তরাষ্ট্র সরকার এতোটাই তৎপর ছিলো যার কারনে সরকারী কাগজপত্র বা দলিলে এর সম্পর্কে কোন তথ্যই রাখেনি তারা।  উক্ত স্থানের জন্য নির্দিষ্ট করা বিমান ব্যতীত আকাশসীমায় সামরিক বা বেসামরিক কোন ধরণের বিমান প্রবেশের অনুমতিও ছিলো না। বলতে গেলে ওই ঘাঁটি “নো-ফ্লাই জোন” হিসেবে অফিশিয়ালি ভাবে ঘোষিত ছিলো।ঠিক কোন কারণে এতোটা গোপনীয়তা রক্ষা করা হয়েছে যার কারণে এতদিন পর্যন্ত যুক্তরাষ্ট্র সরকার স্থানটির অস্তিত্বই অস্বীকার করে আসছিলো তা ছিলো অজানা রহস্যে ঘেরা। বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখুন।

Unknown History বাংলা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম।
আমাদের একমাত্র প্রচেষ্টা অবাক করা সত্যি ঘটনা এবং অনেক অনেক অজানা রহস্যময় ঘটনা আপনাদের সামনে তুলে ধরা যা আমাদের জ্ঞান বিস্তার করার সাথে সাথে আমাদের রোমাঞ্চিত করবে।
প্রতিদিন আমাদের ভিডিওর আপডেট পেতে এখুনি আমাদের চ্যানেলটি সাবক্রাইব করুন https://goo.gl/hzSkx4

Click Here to Subscribe us : https://goo.gl/hzSkx4
Follow us on Facebook : https://goo.gl/EJZDw1

ধন্যবাদ।

মন্তব্যসমূহ