সর্পরাজ্যঃ ২০ লক্ষ সাপ বাসকারী বিষাক্ত সাপের দ্বীপ | Snake Island Brazil - La Da Quimada Grande !

জনসংখ্যার বিচারে ব্রাজিলের বৃহত্তম শহর সাও পাওলো। সাও পাওলো থেকে প্রায় ৯৩ মাইল দূরে লা দ্যা কুইমাদা গ্রানদে দ্বীপটির অবস্থান। প্রায় ১১০ একর এলাকা জুড়ে দ্বীপটি বিস্তৃত। ধারণা করা হয়, অনেক বছর আগে সাগরের উচ্চতা বেড়ে যাওয়ার কারণে দ্বীপটি ব্রাজিলের মূল শহর হতে বিচ্ছিন্ন হয়ে গেছে। ফলে অনেক সাপ সেখানে আটকা পড়ে পড়ে।তবে কোনো মানুষ বাস করে না এই দ্বীপে। এখনও পর্যন্ত অন্য কোনো বিষাক্ত প্রাণীর খবরও মেলেনি। এ দ্বীপে আছে কেবল বিভিন্ন প্রজাতির বিষধর সাপ। সাপেদের দ্বীপ বলেই বেশি পরিচিত এই দ্বীপটি, যার কারণে সবাই দ্বীপটিকে স্নেক আইল্যান্ডও বলে থাকে।অনেকের ধারণা, এই দ্বীপে যে একবার যায় তার আর ফিরে আসার কোনো সম্ভাবনা থাকে না।বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখুন।

Unknown History বাংলা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম।
আমাদের একমাত্র প্রচেষ্টা অবাক করা সত্যি ঘটনা এবং অনেক অনেক অজানা রহস্যময় ঘটনা আপনাদের সামনে তুলে ধরা যা আমাদের জ্ঞান বিস্তার করার সাথে সাথে আমাদের রোমাঞ্চিত করবে।
প্রতিদিন আমাদের ভিডিওর আপডেট পেতে এখুনি আমাদের চ্যানেলটি সাবক্রাইব করুন https://goo.gl/hzSkx4

Click Here to Subscribe us : https://goo.gl/hzSkx4
Follow us on Facebook : https://goo.gl/EJZDw1

ধন্যবাদ।

মন্তব্যসমূহ