মানুষের তৈরি বিশ্বের গভীরতম কিছু গর্তের ইতিহাস | Deepest Man Made Holes on Earth !

প্রাচীনকাল থেকেই মানুষ মাটিতে গর্ত খুঁড়ছে, গভীর থেকে পানি উত্তোলন করছে, এমনকি ভূগর্ভস্থ শহরও নির্মাণ করছে। কিন্তু তারপরেও আকাশে মানুষ যতদূর পর্যন্ত যেতে পেরেছে,  ভূ-অভ্যন্তরে ততটুকু পর্যন্ত যাওয়া তো দূরের কথা, ততটুকু কোনো গর্তও তৈরি করতে পারেনি। ‌তবে মানুষের প্রচেষ্টা থেমে নেই। নিত্য নতুন প্রযুক্তির মাধ্যমে ভূ-অভ্যন্তরের রহস্য উন্মোচনের প্রচেষ্টা এখনও অব্যাহত আছে।বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখুন।

Unknown History বাংলা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম।
আমাদের একমাত্র প্রচেষ্টা অবাক করা সত্যি ঘটনা এবং অনেক অনেক অজানা রহস্যময় ঘটনা আপনাদের সামনে তুলে ধরা যা আমাদের জ্ঞান বিস্তার করার সাথে সাথে আমাদের রোমাঞ্চিত করবে।
প্রতিদিন আমাদের ভিডিওর আপডেট পেতে এখুনি আমাদের চ্যানেলটি সাবক্রাইব করুন https://goo.gl/hzSkx4

Click Here to Subscribe us : https://goo.gl/hzSkx4
Follow us on Facebook : https://goo.gl/EJZDw1

ধন্যবাদ।

মন্তব্যসমূহ