ভেলেন্টিনা টিরিস্কোভা মহাকাশ ভ্রমণকারী প্রথম নারী | The First Woman in Space Valentina Tereshkova !

চারশ’রও বেশি আবেদনকারী হতে পাঁচজনকে নেওয়া হলো এই অভিযানের জন্য উপযুক্তভাবে প্রস্তুত করতে। আর এর মধ্যেই একজন সুযোগ পান এ অভিযানে অভিযাত্রীর জন্য নির্ধারিত ডাক-নাম 'চ্যায়কা' দ্বারা পরিচিত হতে। রাশান ভাষায় এ শব্দের অর্থ গাংচিল। সর্বপ্রথম নারী মহাকাশচারী হিসেবে তো বটেই, এমনকি এখন পর্যন্ত একক নারী হিসেবে সম্পূর্ণ একটি মহাকাশ অভিযান সম্পন্ন করা ব্যক্তিও এই 'গাংচিল'ই।মহাকাশের এই গাংচিলের পুরো নাম ভেলেন্টিনা ভ্লাডিমেরাভনা টিরিস্কোভা।১৬ই জুন, ১৯৬৩ সাল, ভস্টক-৬ বাইকোনুর কস্মোড্রোম (বর্তমানে কাজাখস্তানে) থেকে স্থানীয় সময় ঠিক ১২টা বেজে ২৯ মিনিট ৫২ সেকেন্ডে গর্জে উঠে উড়াল দিলো মহাকাশপানে, ভেতরে থাকা আরোহী চিৎকার করে বলে উঠলেন,আকাশ! হ্যাটখানা খুলে অভিবাদন করতে তৈরি হও, আমি আসছি!বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখুন।

Unknown History বাংলা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম।
আমাদের একমাত্র প্রচেষ্টা অবাক করা সত্যি ঘটনা এবং অনেক অনেক অজানা রহস্যময় ঘটনা আপনাদের সামনে তুলে ধরা যা আমাদের জ্ঞান বিস্তার করার সাথে সাথে আমাদের রোমাঞ্চিত করবে।
প্রতিদিন আমাদের ভিডিওর আপডেট পেতে এখুনি আমাদের চ্যানেলটি সাবক্রাইব করুন https://goo.gl/hzSkx4

Click Here to Subscribe us : https://goo.gl/hzSkx4
Follow us on Facebook : https://goo.gl/EJZDw1

ধন্যবাদ।

মন্তব্যসমূহ